জুডোতে জাপানকে হারিয়ে বিকেএসপি’র উশাচিং মারমা স্বর্ণ পদক জয় করেন।
বিকেএসপি’র জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, ২০২৫ সালের ২০-২৫ আগস্ট পর্যন্ত ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক চিলড্রেন’স জুডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বিকেএসপি’র উশাচিং মারমা বিজয় স্বর্ণপদক অর্জন করেন। বিজয় (+৬০) কেজি ওজন শ্রেণি’র ফাইনালে জাপানের জুডোকারকে হারিয়েছেন। এছাড়া মো. সামিউল ইসলাম (-৫৫) কেজি ওজন শ্রেণি’র ফাইনালে জাপানের সাথে পরাজিত হয়ে রৌপ্য পদক অর্জন করেন। বিকেএসপি দলে ২ জন খেলোয়াড় ও ১জন কোচ অংশগ্রহণ করেন। আগামীকাল মিক্সড টিম ফাইটে অংশগ্রহণ করবে বিকেএসপি’র জুডোকাররা। ২৫ তারিখ দলটি দেশে প্রত্যাবর্তনের করবে।
এস এম মনিরুল ইসলাম,সাভার

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা