আল ইব্রাহিম, প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী চা শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে এবং অন্যান্য সুযোগ সুবিধার বৈষম্যের প্রতিবাদে সমাবেশ করেছে অস্থায়ী চা শ্রমিকরা।
সোমবার সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা সামনে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা সমান প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অস্থায়ী শ্রমিকরা অভিযোগ করে বলেন, “আমরা স্থায়ী শ্রমিকদের মতো একইভাবে কাজ করি। অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। অনেক সময় নিয়মিত কাজেও নেওয়া হয় না। রেশনসহ অন্যান্য সুবিধাও আমরা পাই না। ১২০ টাকায় সংসার চালানো সম্ভব নয়।”
শ্রমিকরা অবিলম্বে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি ও সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা