জয়পুরহাট প্রতিনিধিঃ
অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বছির উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আগামী এক মাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে। আমরা আলু রপ্তানীতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানিতে সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়া টিসিবি বাজার থেকেও আলু ক্রয় করা হবে। আলু রপ্তানীর লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে জানিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১ টায় হেলিকপ্টারযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বছির উদ্দিন।
হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর গোপীনাথপুর থেকে দেড় কিলোমিটার দূরে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুরে গিয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জুম্মার নামাজ আদায় করেন। পরে তাঁর শ্বশুর মরহুম আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
এরপর আক্কেলপুরের গোপিনাথপুর হিমাগারে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সফরকে তিনি পারিবারিক সফর হিসেবে উল্লেখ করলেও বলেন, সরকার বাজার পর্যবেক্ষণে সবসময় সজাগ রয়েছে এবং আলুর সঠিক মূল্য নিশ্চিত করতে রপ্তানি ও টিসিবির মাধ্যমে বিক্রয় কার্যক্রম চালু করা হবে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দর বিকেল পাঁচটা পর্যন্ত গোপীনাথপুরে হিমাগারে অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে যাত্রা করেন।

আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা
কালকিনিতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা!
রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে মৃত্যু বেড়ে ৬