Tuesday, September 9th, 2025, 8:08 pm

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী

পালিত হয়েছে।

মঙ্গলবার  সকালে জয়পুরহাট শহরের রেলগেইট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং পরে দলীয় সঙ্গীত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক প্রমুখ।

অনুষ্ঠানে মহিলাদল ছাড়াও বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে বেগম খালেদা জিয়া, তারেক জিয়াসহ তাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।