টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর প্রতিবন্ধী ও ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদেরকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে অটো রিক্সা এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় মধুপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে ৬টি ব্যাটারি চালিত অটো রিক্সা এবং ২২ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল এবং ৫৭ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার