(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের নানান ভোগান্তি সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডা. এস.কে. নাহিদ এর সভাপতিত্বে ও তারেকুল ইসলাম পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাবেক কমলগঞ্জ পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব এর সদস্য সচিব, আহমেদুজ্জামান আলম, আল ফালাহ ইসলামী সোসাইটির সভাপতি মাও: হুসাইন আহমেদ খালেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তার বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট দূর করা সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সকল অব্যবস্থাপনা দূর করার দাবী জানান।
মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী অফিসার, সিভিল সার্জন ও জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার