Tuesday, September 16th, 2025, 5:14 pm

দুই মামলায় জামিন হলো না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

ফাইল ফটো

 

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দুটি মামলায় জামিন পাননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুল কাইয়ুম আহাদকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলাতেও জামিন পাননি তিনি।

এর মধ্যে হত্যা মামলায় তার জামিন নামঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৮ এর বিচারক জাহাঙ্গীর হোসেন। অপর মামলায় ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম। খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহীন বলেন, পৃথক দুই মামলায় আমরা এই বিচারপতির জামিন চেয়ে আবেদন করি। শুনানি শেষে উভয় আদালত তার জামিন নামঞ্জুর করেন। আমরা উচ্চ আদালতে যাব। প্রত্যাশা করছি, সেখানে তিনি ন্যায়বিচার পাবেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিন তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

এনএনবাংলা/