সম্প্রতি বাজারে এসেছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। নতুন ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও উন্নত ডিসপ্লের পাশাপাশি এবার ব্যবহারকারীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাটারি লাইফ। কারণ, যত উন্নত ফিচারই থাকুক না কেন, স্মার্টফোনের কার্যকারিতা মূলত নির্ভর করে চার্জ কতক্ষণ টিকে থাকে তার ওপর।
ব্যাটারির পারফরম্যান্স
অ্যাপলের তথ্য অনুযায়ী, আগের যেকোনো আইফোন সিরিজের তুলনায় এবার ব্যাটারির স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আইফোন ১৭: ভিডিও প্লেব্যাক ৩০ ঘণ্টা, স্ট্রিমিং ২৭ ঘণ্টা
আইফোন ১৭ এয়ার: ভিডিও প্লেব্যাক ২৭ ঘণ্টা, স্ট্রিমিং ২২ ঘণ্টা
আইফোন ১৭ প্রো: ভিডিও প্লেব্যাক ৩৩ ঘণ্টা, স্ট্রিমিং ৩০ ঘণ্টা
আইফোন ১৭ প্রো ম্যাক্স: ভিডিও প্লেব্যাক ৩৯ ঘণ্টা, স্ট্রিমিং ৩৫ ঘণ্টা
সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে প্রো ম্যাক্স মডেল। তবে গেম খেলা, ছবি তোলা বা ভিডিও কল করার সময় চার্জ তুলনামূলক দ্রুত শেষ হতে পারে।
ব্যাটারির ক্ষমতা (mAh)
অ্যাপল অফিসিয়ালি ক্ষমতার সংখ্যা প্রকাশ করেনি। তবে প্রযুক্তি সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে—
আইফোন ১৭: ৩৬৯২ mAh
আইফোন ১৭ এয়ার: ৩১৪৯ mAh
আইফোন ১৭ প্রো: ৪২৫২ mAh
আইফোন ১৭ প্রো ম্যাক্স: ৫০৮৮ mAh
আগের মডেলের তুলনায় উন্নতি
আইফোন ১৬ সিরিজের তুলনায় নতুন মডেলগুলোতে ব্যাটারি পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে। উদাহরণস্বরূপ—
আইফোন ১৬ প্রো ম্যাক্সে ভিডিও প্লেব্যাক ছিল ৩৩ ঘণ্টা, যা ১৭ প্রো ম্যাক্সে বেড়ে হয়েছে ৩৯ ঘণ্টা।
আইফোন ১৬ প্রোতে স্ট্রিমিং সময় ছিল ২২ ঘণ্টা, নতুন ১৭ প্রোতে তা পৌঁছেছে ৩০ ঘণ্টায়।
অর্থাৎ, নতুন সিরিজে ব্যাটারি ব্যাকআপে স্পষ্ট উন্নতি দেখা যাচ্ছে।
কোন মডেল কেনা উচিত?
যারা শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারি চান, তাদের জন্য সেরা বিকল্প হবে আইফোন ১৭ প্রো ম্যাক্স। তবে আকার, ওজন, ক্যামেরা পারফরম্যান্স ও অন্যান্য ফিচার বিবেচনা করে ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।
সূত্র: সিনেট
এনএনবাংলা/

আরও পড়ুন
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন
ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ২-এর ‘গিফট পার্টনার’ হিসেবে যুক্ত হলো Yoyoso
দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা, শীর্ষে সারায়েভো