জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. রীয়াজ বলেন, “আমাদের প্রত্যাশা, এক মাস নয় বরং অতি অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে একমত হতে পারবেন। তবে যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত ২ অক্টোবরের পরেও গড়াতে পারে।”
তিনি আরও জানান, কমিশনের মেয়াদ বাড়ানোর একটি কারণ হলো, প্রায় এক বছর ধরে চলমান কোনো কার্যক্রম গুটিয়ে আনতে সময়ের প্রয়োজন হয়। সরকারের পক্ষ থেকেও এ বিষয়টি বিবেচনা করেই মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন এবং ২ অক্টোবর দেশে ফিরে আসবেন।
ড. রীয়াজ আশা প্রকাশ করেন, গণভোট ও সাংবিধানিক আদেশ—এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে দ্রুতই কাটিয়ে উঠে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক