Friday, September 19th, 2025, 12:41 pm

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ যান্ত্রিক সমস্যার কারণে যুক্তরাজ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর), যখন তারা চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাচ্ছিলেন।

ফক্স নিউজ জানায়, হেলিকপ্টারে সমস্যা দেখা দেওয়ার পর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে অন্য একটি হেলিকপ্টারে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সামান্য হাইড্রোলিক সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেডের আগে স্থানীয় একটি বিমানবন্দরে নামেন। পরে বিকল্প হেলিকপ্টারে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি যাত্রা অব্যাহত রাখেন।

এই ঘটনার ফলে ট্রাম্প প্রায় ২০ মিনিট দেরিতে পৌঁছান। তবে হোয়াইট হাউস বিলম্বের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

উড্ডয়নের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি আশা করছেন সবাই এয়ার ফোর্স ওয়ানে নিরাপদে দেশে ফিরবেন। মজা করে আরও যোগ করেন, “আপনারা জানেন কেন নিরাপদে উড়বেন? কারণ আমি ফ্লাইটে আছি। আমি না থাকলে হয়তো তেমন গুরুত্ব দিতাম না।”

এর আগে ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে দুই দেশকে নেতৃত্ব দিতে সহায়তা করবে। এছাড়া বৈঠকে গাজা যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়।

 

এনএনবাংলা/