এই মেঘ, এই বৃষ্টির মতো বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্কটা বলা যায় এই বন্ধুতা আবার এই শত্রুতা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মাঠে নামছে এই দু’দল।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ লিটন দাসের দলের সামনে। এমন ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে?
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
উল্লেখ্য, নিদহাস ট্রফি থেকে মূলত শুরু হয়েছিল এই দুই দেশের দ্বৈরথ। ভক্তদের কাছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট লড়াই এখন ‘নাগিন ডার্বি’ নামে পরিচিত।
এনএনবাংলা/

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর