Sunday, September 21st, 2025, 11:59 am

বাংলাদেশসহ ৯টি দেশে আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার তথ্য ভুয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে—এমন খবরকে ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

শনিবার দিনজুড়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য ইউএই ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তি ছিল ১৭ সেপ্টেম্বর ‘ইউএইভিসা অনলাইন’ নামে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ। সেখানে অভিবাসন কর্তৃপক্ষের একটি সার্কুলারের বরাতে এমন দাবি করা হয়েছিল। তবে প্রেস উইং জানায়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করেছেন, আমিরাত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি তারা পাননি। তিনি মনে করছেন, ভিসা সেন্টারের পক্ষ থেকে এটি একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার হতে পারে।

রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় দূতাবাস ২২ সেপ্টেম্বর সরকারি চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি যাচাই করবে।

প্রেস উইং-এর মতে, একটি বেসরকারি ভিসা ওয়েবসাইটের তথ্যকে যাচাই-বাছাই ছাড়াই সংবাদমাধ্যমে প্রকাশ করায় বিভ্রান্তি ছড়িয়েছে। ফলে বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

 

এনএনবাংলা/