Sunday, September 21st, 2025, 6:59 pm

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত থাকছে।

রোববার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার বিকেল সোয়া ৫টার দিকে জরুরি সিন্ডিকেট সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ। এর আগে বিকেল ৩টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়।

অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ বলেন, গতকাল পোষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনায় একটি পাঁচ সদস্য বিশিষ্ট আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তি আপাতত স্থগিত থাকবে। এ বিষয়ে সিন্ডিকেটে রিপোর্ট করা হয়েছে।

এনএনবাংলা/