Monday, September 22nd, 2025, 8:41 pm

সিয়ামের ‘রাক্ষস’-এর নায়িকা সাবিলা নূর

 

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নামের নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

প্রথমে সিয়ামের বিপরীতে কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার নতুন খবরে জানা গেছে- ‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর।

এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। সূত্র বলছে, সাবিলা নূর ইতোমধ্যেই ‘রাক্ষসের’- এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’- এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার বিপরীতে দেখা গিয়েছিল কলকাতার নায়িকা ইধিকা পালকে।

এনএনবাংলা/