Wednesday, September 24th, 2025, 5:39 pm

টাঙ্গাইল শহরে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ – একজন মৃত উদ্ধার, আরেক জন নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়। এদের একজনকে মৃত উদ্ধার করলেও এখন পর্যন্ত আরেক শিশু নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ শিশুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে।

জানা গেছে, দুপর একটার দিকে  মেহেদি হাসান ও আদিব নামে দুইবন্ধু নদীতে  মাছ ধরার জন্য নামে। এ সময় দু’জনই স্রোতে ভেসে যায়।

খবর পেয়ে দুপুর দুইটার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা বেলা সাড়ে তিনটার দিকে  মেহেদি হাসানের লাশ উদ্ধার করে। অপর শিশু আদিব এখনো নিখোঁজ রয়েছে।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে।