আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এটি বর্তমানে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরাসরি বাংলাদেশের ওপর এর তেমন প্রভাব পড়ার আশঙ্কা নেই।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ গঠিত হয়েছিল, যা শেষ পর্যন্ত ঘনীভূত হয়নি।
বৃহস্পতিবার সকালের বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পাশ্ববর্তী উড়িশ্যা ও অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বিস্তার পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত রয়েছে। তবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিতে বিরাজ করছে।
এই লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো