Friday, September 26th, 2025, 7:21 pm

রাজশাহীসহ উত্তরের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

 

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত দশটার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর থেকে দেশ, ন্যাশনাল, গ্রামীণ ও হানিফসহ কয়েকটি কোম্পানির বাস চলাচল করতে দেখা যায়নি।

জানা গেছে, একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফা বাস বন্ধ করেছিলেন।

এদিকে, তৃতীয় দফায় আবার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্টরা জানায়, রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি টিপে একজন চালক ১৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারি ৭০০ টাকা করে শুক্রবার থেকে বাস্তবায়নের দাবি করলে, বৃহস্পতিবার রাতেই বেশি টাকা বেতন দিবে না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। রাতের বেলা বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীর। পূজার আগে দুদিনের ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভিড় তুলনামূলক বেশি থাকে। কোনরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন যাত্রীরা।

এনএনবাংলা/