এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসে, অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যে অবশ্যই ফলাফল প্রকাশ করতে হবে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। পরীক্ষার মূল সূচি অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।
এবারের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল