Monday, September 29th, 2025, 4:25 pm

নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল (৩৮) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া স্ট্যান্ড বটতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহেল ওই এলাকার বালিয়াপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে সোহেল স্থানীয় শরিফের বাড়িতে যান। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ সময় শরিফের পরিবারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শরিফ ও তার স্বজনরা সোহেলকে আটকে ফেলে এবং আশপাশের আরও কয়েকজনকে ডেকে নেয়। পরে হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না, কী কারণে তাকে হত্যা করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

 

এনএনবাংলা/