বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় পরিদর্শনকালে তারা পূজা মন্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। আর আগে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। পরিদর্শনেরকালে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার পূজায় আগত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও ফারুক আহমেদ, বরিশাল সদর ইউএনও , সহকারী কমিশনার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার