Thursday, October 2nd, 2025, 7:30 pm

অক্টোবরে বন্যার সতর্কতা

ফাইল ফটো

 

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত অক্টোবর মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। যদিও দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা আছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। মাসজুড়ে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বজ্রপাতের সময় সতর্ক থাকতে হবে। এ সময় জানালা-দরজা বন্ধ রেখে ঘরে অবস্থান করা, অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে দূরে থাকা এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/