Thursday, October 2nd, 2025, 7:49 pm

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান

 

বলিউড কিং শাহরুখ খান ভারতের ধনী অভিনেতাদের তালিকায় শীর্ষে অবস্থান করার পাশাপাশি প্রথমবার তিনি পা রাখলেন সম্মানজনক ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ।

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকায় শাহরুখ খান এই গৌরব অর্জন করেছেন। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ৩৩ বছরের সফল ক্যারিয়ারে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (১২ হাজার ৪৯০ কোটি ভারতীয় রুপি)।

বলিউড বাদশা প্রথমবারের মতো এই বিপুল সম্পত্তি নিয়ে বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হলেন। তালিকায় ‘কিং খান’-এর নিচে রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জনপ্রিয় কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখের পর তারকাদের মধ্যে সম্পত্তির দিক থেকে তার পরেই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ((৭ হাজার ৭৯০ কোটি টাকা), হৃত্বিক রোশন ((২ হাজার ১৬০ কোটি টাকা) চতুর্থ করণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।

এনএনবাংলা/