জয়পুরহাট প্রতিনিধিঃ,
শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন সচেতনতা প্রচার কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জয়পুরহাট জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গনযোগাযোগ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাজেদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম মোল্লা সুমন, মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরী অথবা প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করা সকলেই বিনামূল্যে টাইফয়েডের এক ডোজ টিকা দেওয়া হবে। এ জেলায় ২ লাখ ২৬ হাজার শিশু-কিশোরীদের টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত (আজ সোমবার সকাল) এক লাখ ৬ হাজার অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে। ক্যাম্পেইন শুরুর আগেই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। এই টিকা নিয়ে ফেসবুকে এআই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই টিকা দিলে কোন সমস্যা হবে না। এই টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যম কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন