বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ৩০–২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই সম্মান অর্জন করেছে।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তিনি জানান, নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যন্ত তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন শুরু হবে। সম্মেলনের কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশের এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য এবং সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ইউনেস্কোর সাধারণ সম্মেলন শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চ, যার সভাপতিত্ব পাওয়া যে কোনো দেশের জন্য বিশেষ মর্যাদার বিষয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল