জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃতী সন্তান মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী তারাজ আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা এএসআইএস ইন্টারন্যাশনাল-এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অনুষ্ঠিত এএসআইএস ইন্টারন্যাশনালের বার্ষিক সেমিনারে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। ৮ অক্টোবর বুধবার সেমিনার শেষে তিনি দেশে ফিরে আসেন।
মেজর (অব.) নুরুল মান্নান তারাজ জানান, এএসআইএস ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সংগঠন। যার সদস্য সংখ্যা প্রায় ৩৪ হাজার। সংস্থাটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে শিল্প ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে তিন দিনব্যাপী সেমিনার আয়োজন করে। তিনি গত বছরের মতো এ বছরও বৈশ্বিক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তার নিরাপত্তা বিষয়ক রচিত বই তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হাতে তুলে দেন।
মেজর নুরুল মান্নান বলেন, বাংলাদেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে আমি এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছি। এখন আমাদের বিশেষজ্ঞরাও বিশ্বমানের পরিকল্পনা প্রণয়নে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। সেমিনারে সাইবার অপরাধ প্রতিরোধ, সরকারি-বেসরকারি সেক্টরে নিরাপত্তা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বকে আরও নিরাপদ করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার