সিলেট অফিস :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার করসনা গ্রামস্হ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানু রহমান।
তিনি বলেন, গত মাসে তোয়াজিদুল হক তুহিন ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন। তাঁর অনুপস্থিতিতে লালাবাজার ইউনিয়নে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
তুহিনের বিরুদ্ধে পূর্বে দায়ের করা ৬টি হত্যা ও বিস্ফোরক মামলাও রয়েছে, যেগুলো আওয়ামী লীগ সরকার পতনের পর সময়কালে রুজু করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তুহিনের নামে ৬ টি মামলার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার