Saturday, October 11th, 2025, 1:00 pm

আগামী নির্বাচনে আইনের শাসনের দৃষ্টান্ত দেখাতে চায় নির্বাচন কমিশন: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আইনের শাসন কাকে বলে—তা আগামী নির্বাচনে, নির্বাচন কমিশন দেখাতে চায়।’

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা প্রদান করা হবে। তবে তারা যদি সেই ক্ষমতার সঠিক প্রয়োগ না করেন, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, আইনের শাসন কাকে বলে—তা আমরা আগামী নির্বাচনে দেখাতে চাই। প্রিজাইডিং অফিসাররা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। “তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত,” যোগ করেন তিনি।

এনএনবাংলা/