বাড়িভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা জানান, সরকারের কাছে তাদের দাবিগুলো সোমবার রাতের মধ্যেই বাস্তবায়নের সিদ্ধান্ত না এলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান এবং কর্মবিরতি চলবে।
শিক্ষকদের তিন দফা দাবি হলো— বাড়িভাতা ২০ শতাংশ হারে বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত করা।
নেতারা সতর্ক করে বলেন, সরকার যদি এবারও তাদের দাবি উপেক্ষা করে, তাহলে তারা ‘মার্চ টু সচিবালয়’ এর পর আরও কঠোর কর্মসূচি ‘মার্চ টু যমুনা’—ঘোষণায় বাধ্য হবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না : দুদক চেয়ারম্যান