বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা শাপলা প্রতীক চেয়ে ব্যাখ্যা চেয়েছিলেন, আমরা তাদের সব ব্যাখ্যা দিয়েছি। তবে নির্বাচন বিধিমালায় যেহেতু এ প্রতীক নেই, তাই শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘১৯ অক্টোবরের মধ্যে তপশিলভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে এনসিপিকে একটি বেছে নিতে হবে। যদি তারা তা না করে, তাহলে কমিশন নিজ বিবেচনায় তাদের জন্য একটি প্রতীক বরাদ্দ করে দেবে।’
এসময় প্রবাসী ভোটারদের বিষয়েও অগ্রগতির কথা জানান ইসি সচিব। তিনি বলেন, ‘পুরনো ১১টি দেশের পাশাপাশি নতুন আরও চারটি দেশে প্রবাসী ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। নভেম্বরে প্রথম সপ্তাহেই ভোট দেওয়ার অ্যাপ চালু করতে পারব বলে আশা করছি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রয়োজনীয় সব সরঞ্জামও ইতোমধ্যে এসে গেছে।’
স্থানীয় পর্যবেক্ষক বিষয়েও তিনি বলেন, ‘গণমাধ্যমের সহযোগিতায় স্থানীয় পর্যবেক্ষক নিয়ে কাজ এগিয়ে চলছে। এছাড়া নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন যাচাইয়ের কাজ সচিবালয় ও মাঠপর্যায়ে চলছে।’
গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘গণভোট নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সরকার সিদ্ধান্ত নিলে কমিশন দায়িত্ব অনুযায়ী কাজ করবে। তবে এ বিষয়ে অনুমাননির্ভর কোনো আলোচনা করা সমীচীন নয়।’
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের