রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।খবর (বাসস)
আজ বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই আধা-সামরিক বাহিনীটি নিজেদের সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল সংসদ ও সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার