Thursday, October 16th, 2025, 8:38 pm

এইচএসসিতে ফেল করেছেন মারুফা, ভালো ফল মারুফ-বর্ষণের

 

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করা হয়। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

এবারের পরীক্ষায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন উদীয়মান ক্রিকেটার—অনূর্ধ্ব-১৯ দলের সদস্য মারুফ মৃধা, রোহানাতদৌলা বর্ষণ ও ওয়াসি সিদ্দিকী ভালো ফলাফল করেছেন। তবে নারী দলের তারকা পেসার মারুফা আক্তার পাস করতে পারেননি।

বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম বলেন, ‘ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ দেখিয়েছে বোর্ড। কলেজের পক্ষ থেকে তার খাতার পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা হবে।’

পরীক্ষায় বাঁহাতি পেসার মারুফ মৃধা পেয়েছেন জিপিএ ৪.২৫, আর লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী তুলেছেন জিপিএ ৪.০৮। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা পেসার রোহানাতদৌলা বর্ষণের ফলাফলও ভালো হয়েছে বলে জানিয়েছেন বিকেএসপি কর্তৃপক্ষ।

বিকেএসপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মোট ১৫৯ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

এনএনবাংলা/