পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী-মডেল হানিয়া আমির জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।
এই দায়িত্বে থেকে তিনি দেশজুড়ে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও লিঙ্গসমতা বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি জনগণকে কার্যকর উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করবেন।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, হানিয়া আমির তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পাকিস্তানের নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও শক্তিশালী করবেন এবং সামাজিক পরিবর্তনে অনুপ্রেরণা যোগাবেন।
এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হানিয়া বলেন, ‘ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গভীর সম্মানের। এটি শুধু একটি উপাধি নয়, বরং এমন নারীদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না।’

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা বাড়ছে হানিয়া আমিরের। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে। পাশাপাশি ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে তার, যা তাকে নতুন আলোচনায় এনেছে।
ইউএন উইমেন পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, ‘হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা পাকিস্তানে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এই নিয়োগের মাধ্যমে হানিয়া আমির এখন জাতিসংঘের নারী বিষয়ক প্রচারণার অন্যতম মুখপাত্র হিসেবে পাকিস্তানে দায়িত্ব পালন করবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ