আগামী বছরের ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের টিকিট বিক্রির প্রথম ধাপেই ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। অক্টোবরের শুরুতে বিক্রি শুরু হওয়ার পর এটি ফিফার প্রথম আনুষ্ঠানিক আপডেট।
সবচেয়ে বেশি টিকিট কিনেছেন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দর্শকরা। এ তিন দেশই আগামী বিশ্বকাপের যৌথ আয়োজক। ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চল থেকে দর্শকরা টিকিট কিনেছেন, যদিও টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে মাত্র ২৮টি দল।
টিকিট ক্রয়ে শীর্ষ দশের তালিকায় আয়োজক তিন দেশের পর রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা এখনো ম্যাচভিত্তিক বা ভেন্যুভিত্তিক বিক্রির বিস্তারিত প্রকাশ করেনি। প্রথম ধাপের টিকিট বিক্রি হয়েছে ৪৫ লাখ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকদের কাছে।
পরবর্তী লটারি রাউন্ডের আবেদন গ্রহণ শুরু হবে ২৭ অক্টোবর থেকে। এই ধাপে দর্শকরা ১০৪টি ম্যাচের একক টিকিট, দলভিত্তিক প্যাকেজ অথবা নির্দিষ্ট ভেন্যুর টিকিট কেনার সুযোগ পাবেন।

পুরো আসরে থাকছে প্রায় ৭১ লাখ আসন, ছড়িয়ে থাকবে ১৬টি উত্তর আমেরিকান ভেন্যুতে। সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। তবে বড় ম্যাচগুলোর টিকিটের দাম অনেক বেশি—যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ছিল ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার পর্যন্ত।
দর্শকদের জন্য টিকিট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—ক্যাটাগরি–১ সবচেয়ে ভালো আসন এবং ক্যাটাগরি–৪ স্টেডিয়ামের উপরের অংশের আসন। প্রথমবারের মতো ফিফা ব্যবহার করছে ডায়নামিক প্রাইসিং সিস্টেম, ফলে সময় ও চাহিদা অনুযায়ী টিকিটের দাম পরিবর্তিত হতে পারে।
দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত দর্শকরা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টিকিট কিনতে পারবেন। আর চূড়ান্ত ড্রয়ের পর ৫ ডিসেম্বর শুরু হবে তৃতীয় ধাপের বিক্রি, যাকে বলা হচ্ছে র্যান্ডম সিলেকশন ড্র।
ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে শেষ ধাপে টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। পাশাপাশি দর্শকদের জন্য অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও চালু করা হয়েছে, যাতে টিকিট পুনরায় বিক্রির সুযোগ থাকে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ