জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে বিবাহে পরিণত করেছেন। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন তাদের সংসার জীবন খুবই সুখময়। ইতোমধ্যেই প্রায় ৮ মাস কেটেছে দাম্পত্য জীবনে, যা নিয়ে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অনুভূতি শেয়ার করেছেন মেহজাবীন।

উপস্থাপক মেহজাবীনকে তাঁর বিবাহিত জীবনের ২৩৪ দিন পার হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করলে অভিনেত্রী হেসে বলেন,‘এটা কে গুনেছে বসে বসে?’ এরপর তিনি আনন্দের সঙ্গে জানান, তাঁর বিবাহিত জীবন অত্যন্ত ভালো কাটছে।

মেহজাবীন জানান, বিয়ের পর তাঁর জীবনে বড় কোনো পরিবর্তন হয়নি, শুধু থাকার জায়গাটি বদলেছে। তিনি বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আগেও আমার অনেক ভালো বন্ধু ছিল, এখনও বন্ধু হিসেবেই আছে। আমাদের ফ্রেন্ডশিপ এখনো অটুট।’

অভিনেত্রী আরও যোগ করেন যে, বিয়ের পর জীবন আরও সহজ ও সুন্দর হয়ে গেছে। তিনি বলেন, ‘আগে কোনো কিছু করতে চাইলে আমি শুধু আমার পরিবারকে বলতাম। এখন আমাকে সাহায্য করার জন্য আরও অনেকজন এসেছে। আমার ফ্যামিলি সাইজ বেড়ে গেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে এবং আমার কাজের প্রতি সমর্থন জানায়। আমি খুবই ব্লেসড এবং হ্যাপি।’

উপস্থাপক যখন মেহজাবীনের মুখের দিকে তাকিয়ে তাকে ‘খুব সুখী একজন মানুষ’ হিসেবে অভিহিত করেন, তখন মেহজাবীন হাসিমুখে বলেন, ‘আমাকে কেউ কেউ আগেও বলেছে, মেয়েরা জীবনে বিয়ে হওয়ার পর সুখী কিনা সেটা তাদের মুখ দেখলেই বোঝা যায়। আমাকে দেখে বলেছে, ‘তুমি যে অনেক হ্যাপি আছো এটা বোঝা যাচ্ছে।’ আমি সত্যিই আমার জীবনে খুবই সুখী। আলহামদুলিল্লাহ।’
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’