রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে আগুন লাগে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
প্রাথমিকভাবে আগুন লাগার পর বাংলাদেশ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। এরপর পর্যায়ক্রমে আরও অন্যান্য ইউনিটও আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।
বিজ্ঞপ্তি পাঠানোর সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশে দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায়। একই সময়ে ওই অংশে আগুন নিয়ন্ত্রণে রাখতে ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি কাজ করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান