রাজধানীবাসীর জন্য সুখবর—আজ রোববার (১৯ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আজ সকাল থেকেই বাড়তি সময় ধরে চলাচল শুরু করেছে ঢাকা মেট্রোরেল। এতে প্রতিদিনের মোট ট্রিপ বেড়ে হয়েছে ২৪৩টি, অর্থাৎ আগে থেকে ৭টি বেশি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা ও সুবিধা বিবেচনায় এ পরিবর্তন আনা হয়েছে। সপ্তাহের কর্মদিবসগুলোতে সময়সূচিতে পরিবর্তন এলেও শুক্রবারের সময়সূচি আগের মতোই থাকবে।
নতুন সময়সূচি
আজ থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে।
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, ‘আজ থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এতে প্রতিদিনের ট্রিপের সংখ্যা ২৩৬ থেকে বেড়ে ২৪৩টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, নতুন সময়সূচিতে প্রতিদিন অতিরিক্ত সাতটি ট্রিপ পরিচালিত হবে।’
যাত্রীদের স্বস্তি
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই গণপরিবহন এখন কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। সময় বাড়ানোর সিদ্ধান্তে অফিসগামী ও দোকানকর্মীসহ নিয়মিত যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকের মতে, বাড়তি সময় মেট্রোরেল ব্যবহারে আরও সুবিধা এনে দেবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল