অনলাইন ডেস্ক :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে পূর্বোত্তর ভারতের ত্রিপুরার সঙ্গে পুনরায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১২ অক্টোবর থেকে গত শনিবার পর্যন্ত এ পাঁচ দিন আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ছিল। গতকাল রোববার সকাল থেকে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর।

আরও পড়ুন
বন্ধ এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি, চরম ভোগান্তিতে গ্রাহকরা
অবৈধ ফোনে বছরে ‘রাজস্ব ক্ষতি ৬ হাজার কোটি টাকা’, এনইআইআর বাস্তবায়ন চান উৎপাদনকারীরা
মোস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ–ভারত টানাপোড়েন বাণিজ্যে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা