Monday, October 20th, 2025, 5:07 pm

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নিলেন মারুফা আক্তার

 

দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন পেসার মারুফা আক্তার। ম্যাচের প্রথম ওভারেই এমন সাফল্যে উচ্ছ্বসিত টাইগ্রেসরা।

মারুফার নিখুঁত লেন্থে করা বলটি মিসটাইমড শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার। বলটি নিরাপদে তালুবন্দি করেন ফিল্ডার, আর বাংলাদেশ পেয়ে যায় স্বপ্নের সূচনা।

মারুফার এই আগ্রাসী সূচনায় ম্যাচের শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দলের বাকি বোলারদের মনোবলও বেড়ে যায় এই দ্রুত সাফল্যে।

এনএনবাংলা/