আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আখতার হোসেন।
সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘সবাই চায় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে, নির্বাচনের সময়ও সেভাবেই—ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে—দায়িত্ব পালন করবে। আরপিও অনুযায়ী যে প্রস্তাব এসেছে, সেই অনুযায়ী তাদের মোতায়েন করা হবে।’
তিনি আরও জানান, নির্বাচনে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য এবং সাড়ে পাঁচ থেকে ছয় লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটের আগে ও পরে মিলিয়ে আট দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রচারণা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘নির্বাচনী প্রচারণায় কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে ড্রোন ব্যবহার করা যাবে না। তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে।’
তিনি আশা প্রকাশ করেন, সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো