Monday, October 20th, 2025, 7:34 pm

পীরগ‌ঞ্জে দাদীকে জবাই, নাতী গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর বৃদ্ধাকে দাদী‌কে জবাই ক‌রে হত্যা মামলায় নাতীকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।জানাগ‌ছে, রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানা পুলিশ ঢাকার সাভার এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাতী নিহত আকলিমা বেগমের বড় ছেলে রাশেদুল মিয়ার ছেলে অ‌নিক (২৫)। এই ঘটনায় নিহ‌তের ভাই ওবায়দুল বাদী হ‌য়ে অজ্ঞাত ব‌্যা‌ক্তি‌দের আসাম‌ী ক‌রে পীরগঞ্জ থানায় এক‌টি হত‌্যা মামলা ক‌রেন।

উল্লেখ্য গত শনিবার গভীর রাতে আক‌লিমার স্বামী মোঃ হাকিম উদ্দীন মন্ডল তার স্ত্রীর গলা কাটা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পায়। প‌রে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পু‌লিশ সু‌ত্রে জানা গে‌ছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে।

পীরগঞ্জ থানার ওসি মোঃ শফিউল ইসলাম জানান, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি পীরগঞ্জের আইন শৃঙ্খলার স্বাভাবিক রাখতে। আর এই হত্যাকান্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত ক‌রে দেখা হচ্ছে।