Tuesday, October 21st, 2025, 3:19 pm

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–এর অপব্যবহার এখন বৈশ্বিক এক চ্যালেঞ্জ। নির্বাচনকালে এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ উদ্যোগ নিতে চায়। এজন্য মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠনের পরিকল্পনা করা হয়েছে। সেল গঠনের আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় অনেক কিছু রাতারাতি ঘটে যেতে পারে। বিশেষ করে রাতে এআইয়ের অপব্যবহারের ঝুঁকি বেশি থাকে। তাই আমাদের দিন-রাত ২৪ ঘণ্টা কাজের প্রস্তুতি রাখতে হবে।”

সিইসি আরও বলেন, “ডিসইনফরমেশন যেকোনো জায়গা থেকেই ছড়াতে পারে। এ ক্ষেত্রে কীভাবে আমরা দ্রুত ও সঠিকভাবে তথ্য যাচাই ও প্রচার করব, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞরা বাস্তবসম্মত পরামর্শ দিতে পারবেন। “আমি এখানে কোনো গাইডলাইন দিতে আসিনি, বরং আপনাদের মতামতের মাধ্যমেই আমরা কার্যকর পরিকল্পনা নিতে চাই,” যোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, “এআই ইতোমধ্যে আমাদের জীবনের নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বিষয়ে আমাদের সচেতনতা ও প্রস্তুতি আরও বাড়ানো প্রয়োজন।”

কর্মশালায় চার নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/