বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা তাদের চলমান আন্দোলন স্থগিত করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করার পর শিক্ষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।”
অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে কার্যকর হবে। এছাড়া আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করারও সিদ্ধান্ত হয়েছে।
এর আগে, গত রোববার আন্দোলনরত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা তাতে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যান। অবশেষে নতুন সিদ্ধান্তে সম্মতি জানিয়ে তারা আজ আন্দোলন প্রত্যাহার করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা