বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারকে এ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলী যে যৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, অবশেষে সরকার সেই দাবিটি মেনে নিয়েছে—এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। তবে দীর্ঘদিনের এই আন্দোলনের কারণে শিক্ষকরা ব্যাপক কষ্ট ভোগ করেছেন, আর বছরের শেষ প্রান্তে এসে শিক্ষার্থীদের পড়াশোনারও কিছুটা ক্ষতি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যদি সরকার আগেই এই দাবিটি বিবেচনায় নিত, তাহলে শিক্ষকদের দুর্ভোগ ও শিক্ষার্থীদের ক্ষতি—দুটিই এড়ানো সম্ভব হতো। তবুও, বিলম্বিত হলেও সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন জামায়াত আমির।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা