Tuesday, October 21st, 2025, 6:24 pm

ওয়ানডের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার পুরো ইনিংস বল করলেন শুধুমাত্র স্পিনাররা

 

ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে স্পিন সহায়ক পিচে তারা প্রথমবারের মতো পুরো ইনিংস জুড়ে শুধুমাত্র স্পিনারদের দিয়ে বল করাল। দলে ৪ জন জেনুইন স্পিনার এবং ১ জন পার্ট-টাইম স্পিনার ছিলেন।

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের দিয়ে শ্রীলঙ্কার সর্বোচ্চ ৪৪ ওভার বোলিং রেকর্ডও ভেঙেছে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের এবং ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনারদের দিয়ে ৪৪ ওভার বোলিং করেছিল।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভার খেলায় একজন ফাস্ট বোলারকেও ব্যবহার করেনি। দলে থাকা দুই পেসার কেবল ফিল্ডিংয়ের দায়িত্বে ছিলেন। এর আগে ওয়ানডেতে সর্বাধিক ৩৪ ওভার স্পিন বোলিং করার রেকর্ড তাদেরই ২০০১ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিল। মিরপুরের এই ম্যাচে সেই রেকর্ড ছাপিয়ে নতুন মাইলফলক গড়ে দিয়েছে দলটি।

পিচের ধরন অনুযায়ী বাংলাদেশও আজ চারজন জেনুইন স্পিনারকে একাদশে রেখেছিল। দুই দলই চারজন করে স্পিনার নিয়ে মাঠে নেমে প্রায় সাড়ে তিন বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছে। শেষবার বাংলাদেশ চারজন স্পিনার নিয়ে খেলেছিল ২০২২ সালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে, যা আজ থেকে ১,১৯৩ দিন আগে। ওই ম্যাচের মতোই আজও বাংলাদেশের একমাত্র পেসার ছিলেন মোস্তাফিজুর রহমান।

স্পিনারদের প্রভাব স্পষ্ট ছিল—তাইজুল ইসলামের ৫ উইকেটের ঝড়ে ক্যারিবীয়রা মাত্র ১৬৮ রানে অলআউট হয়। বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৪ উইকেট ও ৯ বল হাতে রেখে।

এনএনবাংলা/