বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়াবলি তদারকি করবেন।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রতিনিধি হিসেবে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে হুমায়ুন কবির দেশবাসীর নজর কেড়েছেন।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন হুমায়ুন কবির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো