মিরপুরের চরম স্পিন-বান্ধব কালো পিচ ক্রিকেট দুনিয়ার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু স্পিনারদের জন্য স্বর্গ এই উইকেট নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।
উইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেইনও প্রথমবার মিরপুরের এই পিচ দেখে বিস্মিত হয়েছেন। প্রথম ম্যাচে স্কোয়াডে না থাকায় তিনি ম্যাচটি টিভিতে দেখেছিলেন। আকিল জানান, ‘পিচটা এত কালো দেখে প্রথমে ভেবেছিলাম, আমার টিভিটা নষ্ট হয়ে গেছে। পরে বুঝলাম, এটা আসলেই কালো মাটি।’
সিরিজের মাঝপথে উভয় দলই স্পিনার নিয়ে এসেছে দলে। বাংলাদেশি স্পিনার নাসুম সাকিব সাফল্য পেয়েছেন, তবে উইন্ডিজের আকিল হোসেইনও তার ছাপিয়ে গেছেন। সুপার ওভারে তিনি দলের নায়ক হয়েছেন।
প্রথম ম্যাচে দলে না থাকা প্রসঙ্গে আকিল বলেন, ‘আমি কোনো নির্বাচন নিয়ে চিন্তা করি না। নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া তাদের কাজ। আমি শুধু খেলতে চাই এবং উপভোগ করতে চাই।’
মিরপুরের স্পিন-বান্ধব পিচ ক্রিকেটের জন্য ভালো কিনা, তা নিয়ে রসিক ভঙ্গিতে তিনি বলেন, ‘গত ম্যাচে আমরা একটা রেকর্ড করলাম—৫০ ওভার স্পিনে! দুনিয়ার কোথায় এমন দেখা যায়? ম্যাচটি দারুণ এবং রোমাঞ্চকর ছিল, এটুকুই বলব।’
মিরপুরের এই বিশেষ উইকেট সিরিজের খেলার ধরণকে পুরোপুরি বদলে দিয়েছে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জের পাশাপাশি স্পিনারদের জন্য এটি খেলার এক নতুন স্বর্গ হিসেবে পরিচিতি পেয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল