গাজীপুরে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। ফলে ব্যস্ততম এই সড়কে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হারিকেন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এক পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে তার দুটি পা থেঁতলে যায়। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। পরে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে ভোগড়া বাইপাস এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টা পর্যন্তও যান চলাচল স্বাভাবিক হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার জেরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।’
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর