গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. মুহিবুল্লাহ (৬০) মাদানীকে পঞ্চগড় থেকে শিকলবন্দি অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তবে চিকিৎসকদের মতে, এখনো তাঁর জ্ঞান ফেরেনি।
আজাদি আন্দোলনের আমির আতাউর রহমান বিক্রমপুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড়ের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন ভোরে তাঁকে ফোন করে ঘটনাটি জানান। এরপর স্থানীয়দের খবরেই পুলিশ এসে মাওলানা মুহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মুহিবুল্লাহ দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের পতন ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে জুমার খুতবায় বক্তব্য দিচ্ছিলেন। এসব বক্তব্যের পর থেকে তিনি অন্তত ১২ বার হুমকি পেয়েছিলেন। সর্বশেষ গত মঙ্গলবার তাঁকে ডাকযোগে হুমকিপত্র পাঠানো হয়। এর পরদিন, বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, পঞ্চগড় থেকে মাওলানা মুহিবুল্লাহকে উদ্ধারের খবর তাঁরা নিশ্চিত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা ইতোমধ্যে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দিয়েছেন এবং তাঁকে সেখান থেকে নিয়ে আসবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার