Thursday, October 23rd, 2025, 7:13 pm

গোপনে বিয়ের গুঞ্জন, যা বললেন ববি

 

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে ফের উঠেছে গোপনে বিয়ের গুঞ্জন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে তিনি অংশ নিয়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিংয়ে। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রযোজক মুন্না খান।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর— ববি নাকি গোপনে বিয়ে করেছেন ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে। যদিও এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল প্রযোজক সাকিব সনেটের সঙ্গে। সেই সূত্রেই অনেকে ধারণা করেছিলেন, ববির ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে।

তবে ববি গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘সবই গুজব। আমি এখন কাজ নিয়েই ব্যস্ত। ব্যক্তিজীবন নিয়ে কোনো কিছু বলার নেই।ওই ব্যক্তির সঙ্গে শুধু ব্যবসায়িক আলোচনা হয়েছিল।’

ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ববি আরও বলেন, ‘ওই ব্যক্তির সঙ্গে আমার কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল। এর বাইরে কিছু না। কেউ যদি আমার নাম ব্যবহার করে অপপ্রচার চালায়, তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব।’

এর আগে ‘নোলক’ সিনেমার সময় প্রযোজক সাকিব সনেটের সঙ্গে ববির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রথমে গোপন থাকলেও পরে দুজনেই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন। ২০২৩ সালে বিয়ে করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তারা। তবে পরে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় এবং বিষয়টি নিয়ে নীরব হয়ে যান দুজনেই।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘এটা তো অনেক আগের কথা। নোলক সিনেমার সময়কার ঘটনা। তখন আমি কিছু বলেছি কিনা, মনে নেই।’

বর্তমানে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে ববি জানান, ‘না, এখন আমি কারও সঙ্গেই সম্পর্কে নেই। কাজ নিয়েই ব্যস্ত আছি। একটা সময় কিছু ছিল, কিন্তু এখন আর নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।’

বর্তমানে ববি পুরোপুরি মনোযোগ দিচ্ছেন নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিংয়ে। ব্যক্তিজীবন নয়, এখন তার একমাত্র লক্ষ্য ক্যারিয়ার ও কাজ।

এনএনবাংলা/