বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণ (ইমার্জেন্সি/ডাইভারশন) এবং নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও বিমানবন্দরটি ব্যবহার করা যাবে না।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে স্বাক্ষরিত এক সরকারি পত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
পত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করা যাবে না। এছাড়া, সেখানে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণের ক্ষেত্রেও বিমানবন্দর ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে, এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক